রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর থেকে বৈদ্যুতিক তারসহ ৫ চোর গ্রেফতার



দক্ষিণ সুরমার কদমতলী হুমায়ুন রশিদ চত্বর হতে ঢাকাগামী আঞ্চলিক মহাসড়কের আন্ডারপাস রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন রাস্তা থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ ৫ চোরকে গ্রেফতার করেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে তারবাহী পিকআপ আটকসহ (ঢাকা মেট্রো-ন-১৩-৭১৯৩) তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে- শিববাড়ী এলাকার গফুর মিয়ার বাসার ভাড়াটিয়া মৃত ফজর আলীর ছেলে মো. শাহানুর মিয়া (৩৮) ও মো. পাখি (২৮), একই এলাকার মো. শাহানুর মিয়া মাসুদের ছেলে মো. সেলিম মিয়া (২৮), গোটাটিকর এলাকার মুকিত মিয়ার বাসার ভাড়াটিয়া মৃত তুফান আলীর ছেলে কামাল হোসেন (৩২) এবং গোটাটিকর শাহজাহান মিয়ার কলোনীর মৃত হোসেন আলীর ছেলে মো. ইসমাইল (৩০)।

এসময় তাদের কাছ থেকে ৩০৫ কেজি বৈদ্যুতিক তার, ১টি দুই হাতল বিশিষ্ট তার কাটার ডিজিটাল কাটার, ১টি ছোট কাটিং প্লাস, ১টি সিলভার রংয়ের সেলাই রেঞ্চ, ৩টি রডের টুকরা (যা বৈদ্যুতিক তার কাটার কাজে ব্যবহৃত হয়) উদ্ধার করা হয়। একই সাথে তাদের ব্যবহৃত ১টি পুরাতন মিনি পিকআপ, যার রেজি নং-ঢাকা মেট্রো-ন-১৩-৭১৯৩ জব্দ করা হয়। দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!