বালাগঞ্জে হাঙ্গর প্রজেক্টের আয়োজনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ডিস্ট্রিক ফ্যাসিলিটিটেটর হাফিজুর রহমান ও একাউন্ট অফিসার এ কে কুদরত পাশার যৌথ সঞ্চালনায় মতবিনিময় সভায় অংশ নেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হাজী মো. মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউপি চেয়ারম্যান মো. আনহার মিয়া, বালাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সিরাজুজ্জামান খাঁন মঙ্গল, উপজেলা বিএনপি র সাবেক সহসাংগঠনিক সম্পাদক একে আজাদ পনির, দেওয়ান বাজার ইউপি চেয়ারম্যান নাজমুল ইসলাম নজমুল, পশ্চিম গৌরি পুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মুক্তার মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ ও ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শাহাব উদ্দিন শাহিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক এ এস রায়হান, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল আলম সেবুল, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আজমল হোসেন, জাপার শামীম আহমদ, শিউলী আক্তার ঝর্ণা, সুজনা আক্তার, রাশেদা, শিবলী বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান এর সিএ সিরাজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য যে, রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সুসম্পর্ক স্থাপনের লক্ষে কাজ করে যাচ্ছে হাঙ্গার প্রজেক্ট।