বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

টি-২০ বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশের মেয়েরা



ফেভারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। ফেভারিটের মতোই উঠল ফাইনালে। সেমি-ফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে আবারও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল বাংলাদেশ। এই নিয়ে টানা তিনবার বাংলাদেশের মেয়েরা খেলবে টি-টোয়েন্টির বিশ্ব আসরে।

উচ্ছ্বসিত রুমানারা

নেদারল্যান্ডসের আমস্টেলভিনে ১২ জুলাই (বৃহস্পতিবার) টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শামিমা সুলতানা (২২) ও আয়েশা রহমান (২০) ভালো শুরু এনে দেন। ৭ ওভারের মধ্যেই ৫০ পেরোতে পেরে বাংলাদেশ। কিন্তু ৫১ রানের উদ্বোধনী জুটির পরই ছোটখাটো এক ধস নামে। মাত্র ১১ রানে ৪ উইকেট হারানোতে রান তোলার গতিটা ধরে রাখতে পারেননি ব্যাটাররা। তবু নিগার সুলতানা এক প্রান্ত ধরে রাখায় অন্য প্রান্তে রান আসে। পুরো ইনিংসে মাত্র ৮টি চার মেরেও ১২৫ রান করে বাংলাদেশ। ইনিংস সর্বোচ্চ ৩১ রান নিগারের।

রান তাড়া করতে নেমে স্কটল্যান্ড জয়ের আশা জাগাতে পারেনি কখনো। যদিও স্কটিশদের শুরুটা ছিল সাবধানী। রান তাড়ার প্রথম ভাগে উইকেট ধরে রেখেছে তারা, ১০ ওভারে রান ছিল ১ উইকেটে ৪০।

দ্বিতীয় উইকেটে ৪৩ রানের জুটি গড়েন দুই বোন সারা ও ক্যাথরিন ব্রাইস। দ্রুত রান তোলার তাড়ায় এরপর উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। দু’অঙ্ক ছুঁতে পারেনি আর কেউ। ১৪ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে স্কটিশরা।

লেগ স্পিনার রুমানা আহমেদ আবারও বল হাতে ছিলেন উজ্জ্বল। ১০ রানে নিয়েছেন ২ উইকেট। বাঁহাতি স্পিনে ১৬ রানে দুটি নাহিদা আক্তার।

প্রথম সেমি-ফাইনালে জিতে এদিন আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে আয়ারল্যান্ড। শনিবার উট্রেক্টে ফাইনালে আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

আগেরবার বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে আইরিশদের কাছেই হেরেছিল বাংলাদেশ। এবার সুযোগ নিজেদের নতুন উচ্চতায় নেওয়ার।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২০ ওভারে ১২৫/৬ (শামিমা ২২, আয়েশা ২০, ফারজানা ২, নিগার ৩১*, রুমানা ১, ফাহিমা ১৫, সানজিদা ১৯, জাহানারা ০*; প্রিয়ানাজ ২/১৭, ক্যাথরিন ১/১৫, আবতাহা ১/২০, ম্যাকগিল ১/২৯)।

স্কটলান্ড: ২০ ওভারে ৭৬/৭ (সারা ৩১, ক্যাথরিন ২১; জাহানারা ৩-০-৪-০, সালমা ৪-০-১৭-১, নাহিদা ৪-০-১৬-২, পান্না ২-০-৯-০, ফাহিমা ৩-০-১৯-১, রুমানা ৪-০-১০-২)।

ফল: বাংলাদেশ ৪৯ রানে জয়ী

 

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!