বালাগঞ্জ উপজেলার বির্ত্তনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারি সমাপনী (পিএসসি) ২০১৯ এর পরীক্ষার্থীদের সফলতা কামনায় এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) বিদ্যালয়ের শ্রেণীকক্ষে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএসসি) সভাপতি আবুল কাশেম অফিকের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনন্ত দাসের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া পরিচালনা করেন রুপিয়া বির্ত্তনীয়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্পনা রাণী দাস, সহভাপতি মতছির আলী, বশির মিয়া, শিক্ষিকা বেলা দেব নাথ, রিক্তা রাণী সাহা প্রমুখ।