রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগ নেতা সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাব্বির জায়গীরদারের ইন্তেকাল



বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সাবেক ডাইরেক্টর, আওয়ামী লীগ নেতা সাব্বির আহমদ জায়গীরদার আজ বৃহস্পতিবার (১০ জুন) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ওসমানীনগর উপজেলার তাজপুরস্থ একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় বিকাল সাড়ে ৪টায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬০বছর। তিনি ২মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল শুক্রবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় স্থানীয় বোয়ালজুড় বাজার শাহী ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

এদিকে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সাব্বির আহমদ জায়গীরদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া। তিনি এক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!