বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রবীণ মুরব্বি হাজী মুজেফর আলীর দাফন সম্পন্ন



ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের মীরপুর গ্রামের প্রবীণ মুরুব্বি হাজী মুজেফর আলীর দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ জুন) বেলা ২ঘটিকায় মীরপুরস্থ নিজ বাড়িতে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

জানাজার পূর্বে মরহুমের তৃতীয় পুত্র কামিল আহমদ ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি রশিদুল ইসলাম রাশেদের পরিচালনায় সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজমুল, সহসভাপতি মো. নেফা মিয়া, উছমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ বদরুল, আওয়ামী লীগ নেতা ডা. তখলিছ আলী, শিরমান উদ্দিন, আনোয়ার আলী আনু, ডা. এনামুল হক, উছমানপুর ইউপির সাবেক মেম্বার খালেদ আহমদ, বর্তমান মেম্বার আব্দুল কাইয়ুম, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের মেম্বার আব্দুর রকিব, সিলেট জেলা আল ইসলাহ এর নেতা মাওলানা তৌরিছ আহমদ, কাজী মনজুর আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসএম হেলাল, ওসমানী নগর উপজেলা তালামীযের সভাপতি মো. ফয়ছল ইসলাম, সহসভাপতি জুনায়েদ আহমদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম রাফিসহ এলাকার সর্বস্তরের মুসল্লীগণ। জানাজায় ইমামতিন করেন- মরহুমের কনিষ্ঠ পুত্র মোরারবাজারের ব্যবসায়ী হাফিজ নুরুল ইসলাম রাফি।

এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪২ মিনিটের সময় হাজী মুজেফর আলী (৮৫) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ছেলে, ২মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর সন্তান- যুক্তরাজ্য প্রবাসী সিরাজ আহমদ, ব্রিস্টল বাংলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক কামরুল ইসলাম, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতা কামিল আহমদ, প্রবাসী ফজলু মিয়া, বজরুল ইসলাম ও ব্যবসায়ী হাফিজ নুরুল ইসলাম রাফি। তাঁরা দেশবিদেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত রয়েছেন।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!