সিলেটের ওসমানীনগর থানাধীন রুপালী ব্যাংক লি. কালারাই বাজার শাখার স্থানান্তরের উদ্যোগ গ্রহণের প্রতিবাদে মানববন্ধ করেছেন সর্বস্তরের এলাকাবাসী। বুধবার (১৬জুন) দুপুরে কালারাই বাজারস্থ রুপালী ব্যাংকের সম্মুখে ঢাকা -সিলেট মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ব্যাংকের অন্যতম গ্রাহক আলহাজ্ব জাকির হোসেনের সভাপতিত্বে এবং মাওলানা মুতাসিম বিল্লাহ জালালির পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন – ফয়েজ চৌধুরী,
আব্দুল গনি, সাবেক ইউপি মেম্বার ফিরোজ মিয়া, সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক, মো. ইসহাক মিয়া, মজনু মিয়া, মাওলানা আব্দুস শাকুর, শাহাব উদ্দিন, শাহ সামছুল ইসলাম, সমছু মিয়া, আজির মিয়া, আব্দুল মন্নান, আবুল লেইছ, মফিজ মিয়া, নজরুল ইসলাম, রাজু।
মানববন্ধনে বক্তারা বলেন, কালাররাই বাজার অত্যান্ত ব্যবসাবান্ধব ও জনবহুল এলাকা। জনসাধারণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বিগত ২৩ সেপ্টেম্বর ২০১৩ইং অত্র এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের স্বার্থে রুপালী ব্যাংকের এ শাখাটি অনুমোদন লাভ করে। শুরু থেকেই প্রবাসীসহ এলাকার সর্বস্তরের গ্রাহকদের অংশ গ্রহনের মধ্যদিয়ে গ্রাহক সংখ্যা দিনদিন বৃদ্ধি পেতে থাকে।
ইদানিং ব্যাংক সূত্রে জানা যাইতেছে যে, কালারাই বাজারস্থ রুপালী ব্যাংকের শাখা অন্যত্র স্থানান্তরের উদ্যোগ গ্রহনের করা হয়েছে। এতে আমরা গ্রাহক তথা এলাকাবাসী চরম দুশ্চিন্তা পড়েছি। ব্যাংকের স্থানপরিবর্তন বা অন্যত্র স্থানান্তর করলে এলাকাবাসী চরমভাবে ক্ষতিগ্রস্থ ও হয়রানীর সম্মুখীন হবেন
এবং চরম দুর্ভোগে পড়বেন। তাই উপরোক্ত বিষয়াদি বিবেচনা করে, এলাকাবাসীর দুর্ভোগের বিষয়টি আমলে এনে
রুপালী ব্যাংকের উক্ত শাখাটি যাহাতে অন্যত্র স্থানান্তর না হয় সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাছে জোরদাবি জানান।
উলেখ্য, এর আগে রুপালী ব্যাংকের এ শাখাটি যাহাতে অন্যত্র স্থানান্তর না করা হয় সেজন্য, “কালারাই বাজারের ব্যবসায়ি ও একাউন্ট হুল্ডারগন” স্থানীয় গোয়ালা বাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান এমজি রাসুল (খালেদ আহমদ), সাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. লুৎফর রহমান ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এর সুপারিশসহ উক্ত রুপালী ব্যাংকের এ শাখাটি যাহাতে অন্যত্র স্থানান্তর না করা হয় রুপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক বরাবর আবেদন করেন।