শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মো. মালিকুল ইসলামের ইন্তেকাল



মু

মুক্তিযোদ্ধা কমাণ্ড বালাগঞ্জ উপজেলা শাখার সাবেক ডেপুটি কমাণ্ডার, উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের গৌরীপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা মো. মালিকুল ইসলাম (৭০) আর নেই। তিনি মঙ্গলবার (১৩ জুলাই) বিকাল সাড়ে ৩টায় সিলেটের টিলারগাঁও মুক্তিযোদ্ধাপল্লীস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলে, ২মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মো. মালিকুল ইসলামের বড় ছেলে মো. আতিকুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার রাত ১০টায় গ্রামের বাড়িতে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বিকাল ৬টায় সিলেটের মুক্তিযোদ্ধাপল্লী জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের ১ম জানাজা অনুষ্ঠিত হয়।

এদিকে মঙ্গলবার রাত ৯টায় বালাগঞ্জ থানায় বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মো. মালিকুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে। বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তারের নেতৃত্বে এ গার্ড অব অনার প্রদান করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!