মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

প্রখ্যাত বুযুর্গ আল্লামা হাফিজ নুরুদ্দিন গহরপুরী (রহ.)-এর সহধর্মিণীর দাফন সম্পন্ন



প্রখ্যাত বুযুর্গ, কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক সভাপতি, শায়খুল হাদীস আল্লামা হাফেজ নূর উদ্দিন আহমদ গহরপুরী ( রহ.)-এর সহধর্মিণী ও জামিয়া হুসাইনিয়া গহরপুর এর মুহতামিম হাফেজ মাওলানা মুসলেহুদ্দীন রাজু -এর মাতা জাহানারা বেগম এর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) বাদ মাগরিব গহরপুর মাদ্রাসা মাঠে মরহুমার জানাজা শেষে মোল্লাপাড়া পাঞ্জেগান মসজিদ সংলগ্ন তাঁর স্বামী হযরত গহরপুরী (রহ.) এর মাজারের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমার একমাত্র পুত্র হযরত মুসলেহুদ্দিন রাজু।জানাজায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট – ৩ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাবিবুর রহমান হাবিব, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনহার মিয়া চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য লোকন মিয়াসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, আলেম-ওলামা, গহরপুরী (রহ.)-এর ভক্ত-মুরিদান এবং সর্বস্তরের শোকাহত এলাকাবাসী শরিক হন।

এর আগে বৃহস্পতিবার ( ২৯ জুলাই) সকাল ১০টা ৪০ মিনিটের সময় এই মহীয়সী নারী ৮০ বছর বয়সে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ১ পুত্র ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন