রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ওসমানীনগরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা



ওসমানীনগরে বসত ঘরের তীরের সাথে চাচীর পরনের কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে মাহফুজুর রহমান (২১) নামের এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার দয়ামীর ইউনিয়নের সরিষপুর গ্রামের মৃত ছাহিদুর রহমানের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার (৫ আগস্ট) সকাল ১০টায় মাহফুজের শয়ন কক্ষে অনেক ডাকাডাকি করে তার কোন সাড়া মেলেনি। এক পর্যায়ে বাড়ির লোকজন ঘরের ভেন্টিলেটর দিয়ে দেখতে পান সে ঘরের তীরের সাথে ঝুলে রয়েছে। বিষয়টি স্থানীয় পুলিশে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে। এরপর লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে ওসমানীনগর থানায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং-১১) দায়ের করা হয়েছে। ওসমানীনগর থানার উপ পরিদর্শক মধুসুধন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!