করোনাভাইরাসজনিত দুর্যোগে কর্মহীন, ক্ষতিগ্রস্ত, সুবিধাবঞ্চিতদের জন্য বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদানের ব্যতিক্রমী কর্মসূচি বাস্তবায়ন করছে রোটারী ক্লাব অব সিলেট সানসাইন। ক্লাবের গঠিত ‘রোটারী ফুড ব্যাংক’র ২য় প্রকল্পের আওতায় সাড়ে ৩শতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী ‘হোম ডেলিভারি’ প্রদান করা হয়েছে।
রোটারি ক্লাব অব সিলেট সাইনসাইনের প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ সাহিদুল হক সোহেল জানিয়েছেন, মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ক্লাবের নির্দিষ্ট হট লাইন নম্বরে কল করলে সংশ্লিষ্ট গ্রহিতাদের নাম, পরিচয় গোপন রেখে তাদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। ২য় প্রকল্পের আওতায় গত শনিবার (৩১ জুলাই) থেকে আজ বৃহস্পতিবার (০৫ আগস্ট) পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট ফোন কলের ভিত্তিতে ৩শ ৬০টি পরিবারকে সম্পূর্ণ বিনামূল্যে তাদের বাসায় খাদ্যসামগ্রী সরবরাহ করা হয়েছে।
রোটারী বর্ষ ২০২১-২২ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে ইতোপূর্বে গত জুলাই মাসে ‘রোটারি ফুড ব্যাংক’ চালু করা হয়। ইতোমধ্যে গতমাসে চালু করা প্রথম প্রকল্পের আওতায় ১শ ২০টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে।