শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন পালিত



বালাগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) এ উপলক্ষে বালাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে তাঁর অস্থায়ী প্রতিকৃতিতে বালাগঞ্জ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন বালাগঞ্জ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর পক্ষ থেকে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পুষ্পস্তবক অর্পণ কালে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাকুর রহমান মফুর , উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ মন্ডল, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ নাজমুল হাসান, বীর মুক্তিযোদ্ধাগনসহ প্রমুখ ব্যক্তিবর্গ।এছাড়া বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে বালাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপণ করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!