সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার



বালাগঞ্জে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) বিকাল উপজেলা পরিষদ হলরুমে সমাজসেবা অধিদপ্তর কতৃক বালাগঞ্জ উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচীর সফল বাস্তবায়ন বিষয়ক এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমাসেবা অফিসার জুয়েল আহমদের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজ সেবা উপপরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সামসউদ্দিন সামস, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, সহকারী পরিচালক রফিকুল আলম, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মুনিম , পূর্বপৈলনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শিহাব,পূর্ব গৌরিপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মুজিবুর রহমান , পশ্চিম গৌরিপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহমান মাখন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম নজম, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক,বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, বালাগঞ্জ প্রেসক্লাব সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সমবায় অফিসার উৎপল চক্রবর্ত্তী, মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক, প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার চক্রবর্ত্তী প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!