বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জে প্রধানমন্ত্রীর বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত 



বালাগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজস্ব ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ সংক্রান্ত বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার রোজিনা আক্তার । সমাজ সেবা কর্মকর্তা জুয়েল আহমদের সঞ্চালনায় কর্মশালার এক পর্যায়ে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কর্মশালা উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর । বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনহার মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সামসউদ্দিন সামস, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী।

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যােগের মধ্যে রয়েছে – মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রায়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা ইত্যাদি কাজ সঠিক ভাবে বাস্তবায়ন করে ব্যাপক প্রচারণা চালানো এবং বাস্তবায়ন কাজে প্রতিবন্ধকতার বিষয়ে সঠিক পরামর্শ প্রদান করাই হচ্ছে কর্মশালার মুল লক্ষ্য।

কর্মশালায় অংশ গ্রহণ করেন – উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস,বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মুনিম , পূর্বপৈলনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শিহাব,পূর্ব গৌরিপুর ইউনিয়ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম মুজিবুর রহমান , পশ্চিম গৌরিপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহমান মাখন, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম নজম, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র রঞ্জন বনিক,বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, বালাগঞ্জ বনিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া, সমাজসেবী মোঃ আলাল মিয়া, বালাগঞ্জ প্রেসক্লাব সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, বালাগঞ্জ থানার অফিসার এস আই জহর লাল দত্ত, মেডিকেল অফিসার ডা: সাদিয়া আরফিন খেলা, উপজেলা সমাজসেবা অফিসার জুয়েল আহমদ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রীতি ভুষন দাস,মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা মুহিবুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুল ইসলাম , সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মকছুদুল হক , এজিএম আব্দুর রশীদ, পজীব এর প্রকল্প কর্মকর্তা এস এম নুরুজ্জামান, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার গাজী মোঃ আনিসুজ্জামান, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ মহিুউদ্দিন,উপজেলা প্রকৌশলী মোস্তাকীম শরীফ সাইদ, উপজেলা হিসাব রক্ষন কর্মকর্তা পলাশ চন্দ্র দে, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হামিদা বেগম, সমবায় অফিসার উৎপল চক্রবর্ত্তী, মাদ্রাসা সুপার আব্দুল জব্বার চৌধুরী,ব্যবস্থাপক রাজীব সরদার, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাকিব ভুইয়া, আনসার ভিডিপি কর্মকর্তা হারুনুর রশীদ, ডিএন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, ইমাম মাওঃ মোঃ কামরুল ইসলাম, ইসলামিক ফাউণ্ডেশন এর সাব্বির আহমদ, মাহমুদ হোসেন মাছুম, মুক্তিযোদ্ধা আফতাব আলী, উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক নয়ন তালুকদার,প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার চক্রবর্ত্তী, দারিদ্র্য বিমোচনের সামছুন নাহার,মহিলা বিষয়ক সহকারি কর্মকর্তা রুমানা আক্তার নিপু,সমাজসেবী হারুনুর রশীদ, টিপু সুলতান, অফিস সহকারী জাবেদ আহমদ চৌধুরী তোফায়েল প্রমুখ। এছাড়া কর্মশালায় উপজেলা সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মী সহ সমাজের গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!