বৃটেনে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সমাজসেবী আলহাজ্ব মিয়া মনিরুল আলম আর নেই। ইন্না লিল্লাহে ওয়াইন্না ইলাইহি রাজিউন। রবিবার (২৩ জুলাই) বিকাল ৬টায় লণ্ডনের গাইজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
তাঁর মৃত্যুর সংবাদে বিলেতের বাংলাদেশী কমিউনিটতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্যোশাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে শোক জানাচ্ছেন কমিউনিটির মানুষজন। সজ্জন, সদালাপী ও সমাজ হিতৈষী হিসেবে সুপরিচিত মিয়া মনিরুল আলম কমিউনিটি কাজে সব সময় সামনের কাতারে ছিলেন।
উল্লেখ্য, মিয়া মনিরুল আলম জীবদ্দশায় সামাজিক, রাজনৈতিক বিভিন্ন সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পাশাপাশি সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ ক্যাটারারস এসোসিয়েশনের দীর্ঘকালের সভাপতি, ফক্সটনমসজিদের অন্যতম প্রতিষ্ঠাতা। এছাড়া তিনি সাপ্তাহিক ইউরো বাংলা পত্রিকার চেয়ারম্যান ও যুক্তরাজ্য বিএনপির ভারপ্রাপ্তসভাপতি হিসাবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেন।
মিয়া মনিরুল আলম কেন্টের ফক্সটনে বসবাস করতেন। মরহুমের গ্রামের বাড়ী মৌলভীবাজার উপজেলার একাটুনা গ্রামে।