শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে কবরস্থান দখলের অভিযোগ এলাকাবাসীর



ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজ সত্তিস গ্রামে পারিবারিক কবরস্থানে প্রায় ৮০ বছর যাবত অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান মৃত ব্যক্তিদের কবর দিয়ে আসছেন কিন্তু বিগত কয়েকমাস আগে একই গ্রামের আব্দুল মুতালিব এর ছেলে তোফায়েল আহমদ লেবু কবরস্থানের পাসে তার নিজের মালিকানা জায়গা থাকার কারণে কাউকে না জানিয়ে কবরস্থানের উপরে এবং সদ্য নতুন কবরের উপরে পাকা ফিলার পুতে কবরস্থানের জায়গা দখল করার অভিযোগ এনেছেন এলাকাবাসী।

কবর দখল ধর্মীয় অনুভূতিতে আঘাত হিসেবে দেখছেন অনেকে। এ নিয়ে যেকোনো সময় বড় ধরনের সহিংসতা ঘটার আশংকা করছে এলাকাবাসী।

একই গ্রামের ফেরদৌসী ইকবাল বলেন- লেবু মিয়ার তান্ডবে আমরা অতিষ্ঠ, আমার স্বামী মারা যাবার এখনো চল্লিশ দিন পার হয়নি, তিনি মারা যাবার পরে পঞ্চায়েত কমিটির সিদ্ধান্তে আমার স্বামীকে আমাদের পারিবারিক কবরস্থানে মাটি দেওয়া হয়, কিন্তু ইদানীং লেবু মিয়া দাবী করছেন যে উনার জায়গাতে আমার স্বামীর লাশ মাটি দেওয়া হয়েছে, এ নিয়ে আমরা এখন চিন্তিত।

একই গ্রামের রবিউল ইসলাম বলেন- তোফায়েল আহমদ লেবু বিগত কয়েকমাস আগে পঞ্চায়েত কমিটির কাউকে না জানিয়ে নিজ সত্তিস পারিবারিক কবরস্থানের অনেক মৃত ব্যক্তিদের কবরের উপরে পাকা ফিলার পুতে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন, এটা শুধুই নিজ সত্তিস পারিবারিক কবরস্থানের কবরের উপরে ফিলার স্থাপন করেননি লেবু মিয়া, তিনি সারাবিশ্বের মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন আমরা এর একটা বিহিত ব্যবস্থা চাই।

এবিষয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জানান- উপজেলা প্রশাসনের কাছে এ বিষয়ে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।

 

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!