সারাদেশে ২ কোটি ২১ লাখ ৭ হাজার ২৫২ জনকে টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে ১ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার ৭১২ জনকে প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৬১ লাখ ২৯ হাজার ৫৪০ জন। বুধবার (১৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে- টিকাগ্রহীতাদের মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ২১ হাজার হাজার ৮০৭ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫১ লাখ ১৪ হাজার ৮০১ জন।
টিকাগ্রহীতাদের মধ্যে ফাইজারের প্রথম ডোজ নিয়েছেন ৫০ হাজার ২৫৫ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪২ হাজার ২৭১ জন। সিনোফার্মের টিকার প্রথম ডোজ পেয়েছেন ৭৬ লাখ ৯ হাজার ৯১৪ জন। আর দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭ লাখ ৮১ হাজার ৯৭০ জন।
আর মডার্নার টিকার প্রথম ডোজ পেয়েছেন ২৪ লাখ ৯৫ হাজার ৭৩৬ জন। মডার্নার টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৯ হাজার ৪৯৮ জন।