বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের কলুমা গ্রামে ফ্রি খৎনা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আমেরিকা প্রবাসী পারভেজ আহমদ এবং তার ছোটবোন চামেলি বেগমের অর্থায়নে ক্যাম্প চলাকালে এলাকার বিভিন্ন গ্রামের সুবিধাবঞ্চিত ২০টি শিশুর খৎনা করা হয়।
বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু। সভাপতিত্ব করেন সমাজকর্মী মিজানুর রহমান মির্জা। মোনাজাত পরিচালনা করেন কলুমা নতুন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সাইদুল ইসলাম। উপস্থিত ছিলেন – আজির উদ্দিন, রিয়ান উল্লাহ, রমজান আলী, মাওলানা ছুফি মিয়া প্রমুখ। উল্লেখিত দুই প্রবাসীর অর্থায়নে ২০২০ সালে এলাকার আরও ২৭জন শিশুর খৎনা করা হয়েছে।