মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

টেস্ট ক্রিকেট হতে অবসরে মইন আলী



টেষ্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মঈন আলী। সোমবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন টেস্ট ক্রিকেট হতে তার এই অবসরের ঘোষণা। মঈন আলী ৬৪টি টেস্ট খেলে রান করেছেন ২ হাজার ৯১৪। গড় ২৮.২৯। অফস্পিন বোলিংয়ে তুলে নিয়েছেন ১৯৫ উইকেট। ২০১৯ সালের পর খুব বেশি টেস্ট খেলেননি। তবে সম্প্রতি ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে আবারও ইংল্যাণ্ড টেস্ট দলে ডাকা হয়েছিল। সে সিরিজটি অবশ্য অসম্পূর্ণ থেকে গেছে। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে শেষ টেস্ট হওয়ার কথা ছিল, কিন্তু করোনা-সংক্রান্ত জটিলতায় সেটি আর মাঠে গড়ায়নি। ইংল্যাণ্ড দলের পরবর্তী টেস্ট আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে।

ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, আগামী মাসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যাণ্ড দলে থাকা মঈন থাকতে পারতেন ডিসেম্বরের অ্যাশেজের টেস্ট দলেও। কিন্তু দীর্ঘ সময় ধরে পরিবার-পরিজন থেকে দূরে থাকা ক্লান্ত মঈন আর বাইরে থাকতে চাচ্ছেন না। এ কারণেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলছেন। মঈন টেস্ট ক্রিকেট ছাড়লেও ইংল্যাণ্ডের হয়ে সীমিত ওভারের ক্রিকেটটা খেলে যেতে চান আরও কিছুদিন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন