রবিবার, ১০ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মানব ও প্রকৃতি কল্যাণে আনোয়ারা ফাউণ্ডেশনের আহ্বান



 

মোঃ মতিউর রহমান, সিলেট থেকে : ১ জানুয়ারি ২০১৪ সালে প্রতিষ্ঠিত আনোয়ারা ফাউণ্ডেশন শুরু থেকে মানব ও প্রকৃতি কল্যাণে কাজ করে আসছে। এর অংশ হিসেবে ২য় প্রতিষ্ঠিা বার্ষিকী থেকে আনোয়ারা ফাউণ্ডেশন ৫০টি আহ্বান সম্বলিত লিফলেট অদ্যাবধি বিতরণ করে আসছে। সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে বিতরণকৃত আনোয়ারা ফাউণ্ডেশনের লিফলেটে প্রকাশিত উল্লেখযোগ্য কয়েকটি আহবান হলো – মানুষ ও প্রকৃতিকে ভালোবাসুন, সুন্দর সমাজ ও সুস্থ প্রকৃতি গড়ুন; পাখি শিকার থেকে বিরত থাকুন, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখুন; ভালো কাজে ব্যস্ত থাকুন, অবসরে বই পড়ুন; সুযোগ পেলেই হাঁটুন, নিয়মিত হাঁটুন, হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী; প্রতি ইঞ্চি জমির সদ্ব্যবহার করুন, খাদ্য নিরাপত্তা জোরদার করুন; ধুলি, ধোঁয়া ও গ্যাস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এগুলো থেকে দূরে থাকুন; কর্মব্যস্ত জীবন যাপন করুন, দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখুন; নিরাশা নয়, আশাবাদী হোন, আশাবাদী মানুষ প্রতিষ্ঠিত হয়; নির্বিচারে মাছ ধরা বন্ধ করুন, বিভিন্ন প্রজাতির মাছ রক্ষা করুন; পলিথিন বর্জন করুন, পলিথিন কৃষি ও পরিবেশের জন্য ক্ষতিকর; শারীরিক ও মানসিক পরিশ্রমে ভারসাম্য রাখুন, ভালো থাকুন; বিষমুক্ত খাদ্য উৎপাদন করুন, জনস্বাস্থ্য নিশ্চিত করুন; আপনার পালিত পশু-পাখির যত্ন নিন, প্রয়োজনে চিকিৎসা দিন।

উল্লেখ্য, আনোয়ারা ফাউণ্ডেশনের এ কার্যক্রমকে দেশপ্রেমিক সুধীসমাজ প্রথম থেকে সাধুবাদ জানিয়ে আসছেন। কর্তৃপক্ষ জানিয়েছেন, মানব ও প্রকৃতি কল্যাণে আনোয়ারা ফাউণ্ডেশনের এ কার্যক্রম প্রতি বছর চলবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!