মোঃ মতিউর রহমান, সিলেট থেকে : ক্লাসিক্যাল হোমিওপ্যাথির বিকাশে চাই, পর্যাপ্ত হোমিওপ্যাথিক জ্ঞান ও তথ্যের সমাহার স্লোগানে উজ্জীবিত আনোয়ারা হোমিও হল গ্রন্থাগার ও আর্কাইভ (হ্যানিম্যান, হোমিওপ্যাথিক এবং হোমিওপ্যাথ বিষয়ক বইপত্র ও তথ্যাদির প্রতিষ্ঠান)-এর উদ্যোগে এবং আনোয়ারা ফাউণ্ডেশন-এর সহযোগিতায় হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির আবিস্কারক ডা. স্যামুয়েল হ্যানিম্যান ও হোমিওপ্যাথি বিষয়ক প্রকাশনা ‘হোমিও আলো’র জন্য মরহুম ডা. স্যামুয়েল হ্যানিম্যান, হোমিওপ্যাথি ও দেশ-বিদেশের বিশিষ্ট হোমিওপ্যাথ বিষয়ক প্রবন্ধ-নিবন্ধ, জীবনী, কবিতা, ছড়া, স্মৃতিচারণ, কেসহিষ্ট্রি, ছবি, মতামত, চিকিৎসক পরিচিতি ইত্যাদি আহ্বান করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২২ সাল থেকে প্রতিবছর হোমিওপ্যাথি দিবস (১০ এপ্রিল)-এ ’হোমিও আলো’ নিয়মিত প্রকাশিত হবে এবং ডা. স্যামুয়েল হ্যানিম্যানের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ অবদান অর্গানন ষষ্ঠ সংস্করণের আলোকে ৫০ সহস্রতমিক শক্তি পদ্ধতিভিত্তিক লেখা অগ্রাধিকার পাবে।
যোগাযোগ ও লেখা পাঠাবার ঠিকানা:
আনিসুল আলম নাহিদ
সম্পাদক- হোমিও আলো
আনোয়ারা হোমিও হল
দেওয়ান বাজার, ডাক: গহরপুর-৩১২৮
সিলেট। মোবা: ০১৭২৮-০৭৩৮৫২
ই-মেইল: anisulnahid2001@gmail.com