বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

দেওয়ান বাজারের ৩নং ওয়ার্ডে বাবরু মিয়াকে প্রার্থী ঘোষণা



বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ৩নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে বিশিষ্ট সমাজকর্মী মো. বাবরু মিয়াকে একক প্রার্থী ঘোষণা করেছেন স্থানীয় বৃহত্তর নশিওরপুর এবং আলাপুর গ্রামবাসী।

সোমবার (১১ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এলাকার মুরুব্বিয়ান, যুব ও ছাত্রসমাজের উদ্যোগে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি আব্দুল জলিল। সভায় নশিওরপুর গ্রামের ইসলাম আলী, এটিএম মোস্তাক, আব্দুল আহাদ এবং বাবরু মিয়া নিজ নিজ পক্ষে সদস্য পদে প্রার্থীতা ঘোষণা করে এলাকাবাসীর মতামত কামনা করেন। পরবর্তীতে বৃহত্তর নশিওরপুর এবং আলাপুর গ্রামবাসীর সর্বসম্মতিক্রমে মো. বারু মিয়াকে একক প্রার্থী ঘোষণা করা হয়।

সমাজকর্মী আব্দুল শাহাদাত রুকনের পরিচালনায় সভায় বৃহত্তর নশিওরপুর, আলাপুর গ্রামের মুরুব্বিয়ান, যুব সমাজ ও ছাত্রসমাজের সদস্যরা বক্তৃতা করেন। সভায় আসন্ন নির্বাচনে ৩নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে বিশিষ্ট সমাজকর্মী মো. বাবরু মিয়াকে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানানো হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!