সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক গণ পরিষদ সদস্য অ্যাডভোকেট লুৎফুর রহমান, সাবেক সংসদ সদস্য শাহ আজিজুর রহমান, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ হক, প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মনির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল মুকিত চৌধুরী, অ্যাডভোকেট নিরঞ্জন কুমার দে, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জোবায়ের সিদ্দিকী, অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন পল্টু, কবি লাভলী চৌধুরী, প্রিন্সিপাল মাওলানা আব্দুর রব, প্রিন্সিপাল মাওলানা আমিরুল ইসলাম, মাওলানা মো. আব্দুস শহীদ, অধ্যাপক মো. আব্দুল জলিল, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ময়না মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আশক আলী, সাবেক ইউপি চেয়ারম্যান মঈনুল ইসলাম মহরম আলী, রাজনীতিক ইয়াওর খান, সাবেক ইউপি চেয়ারম্যান মকদ্দস আলী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রব, অ্যাডভোকেট সালিক আহমদ সাদিক, অ্যাডভোকেট মো. ফজলুল হকসহ সম্প্রতি মৃত্যুবরণকারী বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার গুণীজনদের স্মরণে সিলেটস্থ বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এ শোকসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সমিতির ভারপ্রাপ্ত সভাপতি, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আবদাল মিয়া। মোনাজাত পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান এএসএম আনোয়ারুল ইসলাম। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু।
সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ জুয়েল ও অধ্যাপক ছুরাব আলীর যৌথ পরিচালনায় শোকসভা ও দোয়া মাহফিলে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, সমিতির উপদেষ্টা এডভোকেট নূর উদ্দিন আহমদ, সহসভাপতি মাহমুদ আলী সিকদার, সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ খন্দকার শিপার আহমদ, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী, উমরপুর আব্দু মিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহমুদ মিয়া, শাহজালাল সিটি কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর এনামুল হক সরদার, সিলেট জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জগলু চৌধুরী, সমিতির মহিলা বিষয়ক সম্পাদিকা শামীম আখতার, কবি নাজমুল আনসারী, প্রফেসর মুহাম্মদ বদরুজ্জামান, মো. রোকন উদ্দিন পলাশ, মো. বদরুজ্জামান, মো. সুমন চৌধুরী, অ্যাডভোকেট গোলজার হোসেন খোকন, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট রহমত আলী, অ্যাডভোকেট মজনুর রহমান, অ্যাডভোকেট গোলাম ইয়াহিয়া চৌধুরী সুহেল, অ্যাডভোকেট অসিম কুমার দাশ, অ্যাডভোকেট ইমরান আহমদ, সাংবাদিক ওয়েছ খসরু, আব্দুল বাতিন ফয়ছল, মিসবাহ উদ্দিন আহমদ, সদরুজ্জামান চৌধুরী মান্না, মো. জাহেদুর রহমান চৌধুরী, কবির আহমদ ময়না, মো. আব্দুল বারী, মো. দবির আলী, নূরুল ইসলাম চৌধুরী, আজিজুল হক চৌধুরী ফয়েজ, মাহবুব রহমান চৌধুরী, মো. আলা হোসেন, মুফাচ্ছির আহমদ নূর, মুজিবুর রহমান খান মোহন, মো. লুৎফুর রহমান ফয়ছল, ওলিউর রহমান সুফী, শফিকুল ইসলাম চৌধুরী টুনু, মো. রোকন উদ্দিন পলাশ, মো. বদরুজ্জামান, মো. সুমন চৌধুরী, মো. ইব্রাহিম খলিল, সৈয়দ এনায়েত হোসেন, আমির হোসেন নূরু, মো. নেওয়র আলী, বোরহান উদ্দিন প্রমুখ।
সভায় প্রয়াতদের পরিবারের পক্ষ থেকে বক্তৃতা করেন – প্রয়াত রাজনীতিক এমএ হকের ছেলে ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক, অ্যাডভোকেট মনির উদ্দিনের ছেলে সাংবাদিক শাহাব উদ্দিন শাহীন, প্রয়াত জহির উদ্দিন পল্টুর ছেলে ফজলে জাকি।
সভায় বক্তারা, বালাগঞ্জ ওসমানীনগরের প্রয়াত গুণীজনদের স্মৃতিচারণ করে বলেন, তারা এদেশের মহান মুক্তিযুদ্ধ, দেশের উন্নয়ন-অগ্রগতি তথা সাধারণ মানুষের অধিকার এবং আর্ত-সামাজিক উন্নতির জন্য আজীবন কাজ করে গেছেন। বালাগঞ্জ ওসমানীনগরের আলোকিত মানুষদের নিয়ে আমরা গর্বিত। তাদের জীবন এবং কর্মের কাছে এ দেশের মানুষ চিরঋণী।