বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি মো. নাজমুল ইসলামকে স্বাগত জানিয়ে বালাগঞ্জ উপজেলার মোরার বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এ আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন – সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এমরুল হক, জেলা ছাত্রলীগর নেতা এ,কে টুটুল, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য জাকির হোসেন, ছাত্রলীগ নেতা রাজু আহমেদ, মিরাজ আহমেদ, শিহাবুল ইসলাম অনিক, ইমরান আহমদ, রুহেল আহমদ, সামাদ আহমদ, ইমন আহমদ, মারুফ রাহিম আহমদ, মামুন আহমদ, মাজেদুর রহমান ইমন, সালেহ আহমদ, সতন বিশ্বাস, দিনার আহমদ, রুজেল আহমদ, আকরাম আহমদ, ইকবাল আহমদ, মিজান আহমদ, তুফায়েল আহমদ, হাসান আহমদ, মিনহাজ আহমেদ, ধন মিয়া, আজাদ মিয়া, শফি আহমদ, সুলেমান হোসেন,সাইদ আহমদ, আব্দুস সামাদ প্রমুখ।
উল্লেখ্য, ওসমানী নগরের উছমানপুর ইউনিয়নের তাহির পুর গ্রামের কৃতিসন্তান মো. নাজমুল ইসলাম গত ১২ অক্টোবর সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে মনোনীত হওয়ায় বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্যোগে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মো. নাজমুল ইসলাম এর পিতা মরহুম তফজ্জুল হোসেন। তিনি ওসমানী নগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সৈয়ীদ আহমদ বহলুল ও সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ্ বদরুল এর কনিষ্ঠ ভাই।