বাংলাদেশ হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বালাগঞ্জ উপজেলা কেন্দ্রিয় শহীদ মিনারে গণঅনশন, গণঅবস্থান ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।
সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার যথার্থতা দ্রুত বাস্তবায়ন ও সাম্প্রদায়িক মহলের সর্বনাশা চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগনের ঐক্যবদ্ধ ভূমিকা পালনের আহবানে এ গণঅনশন, গণ অবস্থান ও বিক্ষোভ সমাবেশে করা হয়।
এসময় উপস্থিত ছিলেন – বালাগঞ্জ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ পবিত্র কুমার বনিক, বিভাষ আচার্য্য বিকল, অরুন দে, সাধারণ সম্পাদক শান্তি ব্রত চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক বিজন কুমার ধর, বালাগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, জেলা পূজা পরিষদের সদস্য রঙ্গেশ দাস, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক শিবুল দাস, প্রসেনজিৎ দত্ত তপু,ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ রিপন কান্ত দাস,শিক্ষক উষা রঞ্জন দাস, লাল মোহন দাস নান্টু,অনন্ত কুমার দাস,সঞ্জয় কুমার দাস,রিন্টু কুমার দাস,নাম হট্রের রাম কানাই দাস, উদ্ভব দাস, বালাগঞ্জ ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিজয় দাশ, সাধারণ সম্পাদক মিন্টু দেবনাথ, সাংগঠনিক সম্পাদক দোলন বৈদ্য, ব্যবসায়ি কানু দেবনাথ,তরুন কান্তি দাস, রিপন কান্ত দাস, রিংকু দাস,,অর্জুননাথ, ছাত্র যুব ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ পাল, সাধারণ সম্পাদক অমল দাস আপন, রিন্টু রঞ্জন দাশ, অসিত দে, বিভাষ চক্রবর্তী রনি, বিপ্লব দাস, মিকন বৈদ্য, রাজীব সিং, দ্বীপ দে, অর্জুন দাস, অসীম লাল দে, সৌরভ পাল, বাপ্পন পুরকায়স্থ, শিব শংকর বনিক দ্বীপ, তাপস নাথ, মিঠু বৈদ্য প্রমুখ।