সিলেট – ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সাথে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা, বেসরকারী প্রাথমিক বিদ্যালয় সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি, বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের রতনপুর গ্রামের হাজী মোঃ ইসমত আলী মাস্টার সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২৩ অক্টোবর) রাতে এমপির নিজবাড়ীতে সাক্ষাতকালে এমপি হাবিবুর রহমান হাবিব দয়ামীর – দেওয়ান বাজার এলজিইডি সড়কের মাদ্রাসা বাজার পশ্চিম কর্ণার হইতে রতনপুর ইসমত আলী মাস্টার সাহেবের বাড়ীর সামন পর্যন্ত রাস্তা পাঁকাকরণে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় সাথে ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. কাজল লস্কর, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এমএ মালেক, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান পংকি, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম শফিক ও সুহেল বারী।