শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বে ব্যয়বহুল শহরের তালিকায় প্রথম তেল আবিব, দ্বিতীয় সিঙ্গাপুর ও প্যারিস



বিশ্বে ব্যয়বহুল শহরের তালিকায় ইসরায়েলের রাজধানী তেল আবিব এখন শীর্ষে। দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে সিঙ্গাপুর ও প্যারিস। ৫০ লাখ মানুষের বসবাসের সিঙ্গাপুর চার নম্বর থেকে এ বছর দুইয়ে উঠে এসেছে। ইকোনমিস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তালিকায় তেল আবিব, সিঙ্গাপুর ও প্যারিসের পর যথাক্রমে রয়েছে জুরিখ, হংকং, নিউ ইয়র্ক, জেনেভা, কোপেনহেগেন, লস অ্যাঞ্জেলেস এবং ওসাকা।

গত বছর করোনাভাইরাস মহামারি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া শুরু হলে সিঙ্গাপুরে জীবনযাপনের খরচ বাড়তে থাকে। ২০১৯ সালে ২.৮ শতাংশ খরচ বেড়েছিল। পরের বছর খরচ বাড়ে ১.৯ শতাংশ এবং এ বছর খরচ আরো বেড়ে হয়েছে ৩.৫ শতাংশ।

দুই শতাধিক রকমের জিনিসপত্রের মূল্য বিবেচনা করে এই তালিকা তৈরি করা হয়েছে। পণ্যগুলোর দাম মার্কিন ডলারে রূপান্তর করে হিসাব করা হয়েছে।

সমীক্ষায় দেখা গেছে, তেলআবিবে জিনিসপত্রের দাম ব্যাপক হারে বেড়ে গেছে। তবে দামেস্ক এবং ত্রিপলিতে জীবনযাপনের খরচ সবচেয়ে কম।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!