সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ফেনী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন হাজারীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগ সভাপতি ( ভারপ্রাপ্ত) ও সিলেট – ২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
তিনি এক শোক বার্তায় ৭১ এর রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মহান আল্লাহর দরবারে মরহুমের জন্য পরপারে জান্নাতের প্রার্থনা করেন।
উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।