ব্রিকলেন মধুবন মিষ্টিঘরের মালিক হোসাইন আহমদ কলিম চৌধুরীর জানাজা ও দাফন আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। কলিম চৌধুরীর ছোট ভাই জুসন আহমদ চৌধুরী জানান, লণ্ডন সময় বেলা ১২টার দিকে কলিম চৌধুরীর মরদেহ পূর্ব লণ্ডনের ব্রিকলেন জামে মসজিদে আনা হবে। সেখানে ১২টা ৪০মিনিট পর্যন্ত তার মরদেহ সকলকে শেষ দেখা দেখার সুযোগ করে দেয়া হবে। তারপর জোহরের নামাজের পর তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে চিগুয়েল গার্ডেন অব পিসে তার দাফন সম্পন্ন হবে।
কলিম চৌধুরী মঙ্গলবার (১৮ জানুয়ারি) লণ্ডন সময় সকাল ১০:২১ মিনিটের সময় রয়্যাল লণ্ডন হাসপাতালে ইন্তেকাল করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন বলে জানা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দেশের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার কাজলশাহ ইউনিয়নের বালাউট নিলাম্বরপুর গ্রামে।