বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজে নবনির্মিত শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে সিলেট – ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব প্রধান অতিথি হিসেবে নবনির্মিত এ ‘শহীদ মিনার’-এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় এমপি হাবিবুর রহমান হাবিব সরকারের ও প্রবাসীদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, শ্রদ্ধেয় শিক্ষকদের জন্য শেখ হাসিনার সরকার উন্নত সুযোগ সুবিধা দিয়েছেন। আপনারা শিক্ষার মান উন্নয়নে যথাযত কাজ করতে হবে। আমরা এই প্রতিষ্ঠান থেকে ১০জন ভালো মানের শিক্ষার্থী চাই। ৪১ সালে এই দেশ উন্নত রাষ্ট্র হবে। সেই উন্নত রাষ্ট্রে আমরা সিলেটবাসী যেন পিছিয়ে না পড়ি সেদিকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন, ইতিমধ্যে ডিও দিয়েছি। আশাকরি আগামী বাজেটে-এ প্রতিষ্ঠানে ২৫ লক্ষ টাকার বরাদ্দ আসতে পারে। আমরা চাই বিদ্যালয়ে উন্নত মানের খেলার মাঠ হবে এবং একটি মুজিব গ্রন্থাগার হবে।
প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী আহবাবুর রহমান মিরনের অর্থায়নে প্রায় ৫লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন এ শহীদ মিনারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও দুআ মাহফিলে সভাপতিত্ব করেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান।
কলেজ গভর্ণিংবডির সভাপতি ও দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ফ.ম শামীমের স্বাগত বক্তব্যে এবং প্রভাষক জাকারিয়া টিপুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনহার মিয়া, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম, যুক্তরাজ্যস্থ দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও নবনির্মিত শহীদ মিনার’র অর্থদাতা আহবাবুর রহমান মিরন, যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ড. মিছবাউর রহমান মিছবাহ, কমিউনিটি নেতা জামাল খান, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব এমএ মালেক, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ছহুল এ মুনিম, রেজুওয়ান আলী কয়েস, যুক্তরাজ্যস্থ দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির উপদেষ্টা আব্দুল মতিন মাখন, সহসভাপতি সাইস্তা মিয়া, শিক্ষাবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিংবডির সদস্য হেলিম উল্লাহ্, দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল আলম, শিক্ষানুরাগী ময়নুল ইসলাম সালেহ, শিরমান উদ্দিন, কয়সুল আলম কয়েস, নাজিমুল মুক্তাকিন খান, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল প্রমুখ।
অনুষ্ঠানের অতিথিদের ফুলেল শুভেচ্ছা এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোচনাসভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি নবনির্মিত শহীদ মিনারের ফলক উন্মুচনের মধ্যদিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী আদনান তানিম। সবশেষে মোনাজাত করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ফ.ম শামীম।