বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

‘রওযাতুল উলুম মহিলা মাদ্রাসা’ রতনপুর গহরপুর সিলেটের প্রথম বার্ষিক জলসা অনুষ্ঠিত



‘রওযাতুল উলুম মহিলা মাদ্রাসা’ রতনপুর গহরপুর সিলেটের প্রথম বার্ষিক জলসা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বাদ জোহর থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত এই জলসায় সভাপতিত্ব করেন- যথাক্রমে প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা আব্দুল মুকিত রতনপুরী, পরিচালনা কমিটির সহসভাপতি মাস্টার মিজানুর রহমান পংকি, হাফিজ শামসুল ইসলাম রতনপুরী, হাজী আব্দুল হান্নান, মাওলানা নূরুল ইসলাম আহমদপুরী, হাজী মিনার মিয়া, তাবলীগ জামাতের অন্যতম মুরব্বী মো. গৌছ উদ্দিন, আব্দুল আহাদ সালেহ, মো. ছুরাব আলী ও মাদ্রাসার মজলিসে শুরার সদস্য সোহেল বারী।

নসিহত পেশ করেন – মাওলানা কারী আব্দুল মতিন প্রিন্সিপাল জামিয়া ফারুকিয়ার মাদ্রাসা, মাওলানা আব্দুল কাইয়ুম হাজীপুরী, মুফতি আব্দুল্লাহ্ প্রধান মুফতি জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর, মাওলানা রেজওয়ানুল হক চৌধুরী রাজু মুহতামিম হযরত শাহ সুলতান ( রহ.) মাদ্রাসা, মাওলানা নোমান আহমদ বাণীপুরী, মাওলানা জাকারিয়া মাহমুদ ঢাকা, মাওলানা মারুফ বিল্লাহ জকিগঞ্জী, মাওলানা আব্দুল কাদির নাজির বাজার দারুল কুরআন মাদ্রাসা প্রমুখ।

মুফতি আব্দুল কুদ্দুস ও মাওলানা ইকবাল মাহমুদের সঞ্চালনায় জলসায় – অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামসসহ প্রমুখ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে দেশবিদেশে বসবাসরত ইসলাম দরদি লোকজনের সার্বিক সহযোগিতায় প্রত্যন্ত অঞ্চলে ইলমে দ্বীনের আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নব প্রতিষ্ঠিত ওই মহিলা মাদ্রাসা গড়ে উঠে। এদিকে প্রথমবারে মতো অনুষ্ঠিত জলসায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে দ্বীনদরদী তৌহিদি জনতার শরিক হন।

জলসায় সমাপনী নসিহত এবং মুসলিম উম্মাহর কল্যাণ ও দেশবিদেশে অবস্থানরত মাদ্রাসার সংশ্লিষ্টদের সুস্থতা কল্যাণ ও শান্তি কামনায় আখেরী মোনাজাত পরিচালনা করেন – জামিয়ার গহরপুর সিলেটের মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুর রহমান কলুমার (হুজুর)।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!