খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার দাওয়াতী মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চলতি বছরের মজলিসের কেন্দ্রীয় ঘোষিত দাওয়াত ও গণসংযোগ উপলক্ষে শুক্রবার (২৫ ডিসেম্বর) খেলাফত মজলিস বালাগঞ্জ উপজেলার উদ্যোগে পূর্ব গৌরীপুর নতুন সুনামপুরে মাওলানা আশিকুর রহমানের বাড়ীতে এ দাওয়াতী মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা হুসাইন আহমদ মিসবাহ এর সভাপতিত্বে ও শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আবুল কাশেম অফিক এবং সহ সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন নোমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত দাওয়াতী সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিলেট জেলার সাধারণ সম্পাদক মাওলানা নেহাল আহমদ। প্রধান বক্তা ছিলেন সিলেট-৩ আসনের মাটি ও মানুষের নেতা এবং সংগঠনের সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা দিলওয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন – সংগঠনের সিলেট জেলার শিক্ষা বিষয়ক সম্পাদক ও বালাগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আলী আছগর, সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান, মৌলভীবাজার জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা জিয়া উদ্দিন ইউসুফ, সৌদিআরবের জেদ্দা মহানগরীর সহ উলামা বিষয়ক সম্পাদক মাওলানা হাফিজ জিল্লুর রহমান।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন – সংগঠনের উপজেলার সহসাধারণ সম্পাদক মাওলানা মিসবাহ উদ্দিন মিছলু, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফিজ আব্দুল মুক্তাদির লায়েক, পশ্চিম গৌরীপুর ইউনিয়নের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম, দেওয়ানবাজার ইউনিয়নের সভাপতি মাওলানা আসাদুজ্জামান, পূর্ব গৌরীপুর ইউনিয়নের সভাপতি মাওলানা কবি মীম হুসাইন, বালাগঞ্জ ইউনিয়ন সভাপতি আবু শাহাজান, বোয়ালজুড় ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলাল আহমদ তালুকদার, শ্রমিক মজলিস বালাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক এমরান আহমদ ও সাবেক ছাত্র নেতা ও দুবাই খেলাফত মজলিস নেতা খালেদ আহমদ।
দাওয়াতী মাহফিলে খেলাফত মজলিসের লক্ষ্য ও উদ্দেশ্যের সাথে ঐক্যমত পোষণ করে ৫ জন সদস্য হিসেবে খেলাফত মজলিসে যোগদান করেন।