বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সম্মেলনকে সামনে রেখে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। সম্মেলন সফলের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী রোববার (১৩ ফেব্রুয়ারি) এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এদিকে সম্মেলনকে সামনে রেখে গত শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুরুজ আলী মেম্বারের বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী আব্দুল মন্নান। সভা পরিচালনা করেন দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির নেতা তোফায়েল আহমদ সুহেল।
সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফয়ছল আহমদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুরুজ আলী মেম্বার, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আলম পিন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, বিএনপি নেতা শাহিন আহমদ, আজিজুর রহমান, আবুল হোসেন, হারুন মিয়া, আয়না মিয়া, আব্দুল জলিল, মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম মুহিবুর রহমান মুহিব, দেওয়ান বাজার ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল হাকিম লাভলু, সাধারণ সম্পাদক হাজী ফারুক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমদ, সাংগঠনিক সম্পাদক ছুরাব আলী, ২নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নূর মিয়া, সাধারণ সম্পাদক তাহিদ মিয়া মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক সমছু মিয়া, সাংগঠনিক সম্পাদক কবির মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুন নূর, সাধারণ সম্পাদক কয়েছ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইয়াওর আলী, সিনিয়র সহ-সভাপতি খবির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দেক আলী, সাংগঠনিক সম্পাদক জিতু মিয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আছকির মিয়া, সিনিয়র সহ-সভাপতি গেদা মিয়া, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ছত্তার মিয়া ফূর্তি, সাংগঠনিক সম্পাদক শুকুর আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালিক, সাধারণ সম্পাদক ইজলাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন, ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সেবুল আহমদ খন্দকার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোনা মিয়া, সিনিয়র সহ-সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক কাওসার আহমদ, সাংগঠনিক সম্পাদক লোকমান আলী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিলু মিয়া, সিনিয়র সহ-সভাপতি তুরন মিয়া, সাধারণ সম্পাদক মিছলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নানু মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, বিএনপি নেতা আব্দুল বাছিত বখত, সুরমান খান, শামীম আহমদ, আমির আলী, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুস সালাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তোফায়েল আহমদ, সাবেক ছাত্রদল নেতা শেরওয়ান গফুর, এমরান আহমদ প্রমুখ। সভায় আসন্ন সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।