সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে বাকাসসের কর্মবিরতি অব্যাহত



বালাগঞ্জে ৪র্থ দিনের মতো কর্মবিরতি অব্যাহত রেখেছেন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) এর নেতৃবৃন্দ। গত মঙ্গলবার (১ মার্চ) থেকে শুরু হওয়া এ কর্মবিরতি অব্যাহত রেখেছেন বাকাসস বালাগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ।

সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, বিভাগীয় জেলা ও উপজেলা প্রশাসনে কর্মরত ১১-১৬ তম গ্রেডের কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে তারা এ কর্মবিরতি অব্যাহত রেখেছেন।

তারা বলেন, দীর্ঘ কয়েক বছর যাবত আমরা আমাদের অধিকার নিয়ে যখনই সরব হই তখনই উর্ধ্বতন মহল আমাদের সাথে বৈঠকে বসেন এবং আমাদের দাবি গুলো মেনে নেয়ার আশ্বাস প্রদান করেন। কিন্তু এই আশ্বাসেই সব কিছু সীমাবদ্ধ থেকে যায়। দাবিগুলো আর বাস্তবায়নের দিকে এগোয় না। এবার আর আমরা দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত কাজে ফিরছি না।

এদিকে, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও উপজেলা ভূমি অফিসের ১১-১৬ তম গ্রেডের কর্মচারীদের কর্মবিরতির কার‍ণে গুরুত্বপূর্ণ অনেক কার্যক্রম বাস্তবায়ন করতে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। বিশেষ করে হাটবাজার ও জলমহাল ইজারা সংক্রান্ত বিষয়ে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বেশ ক’জন সুবিধাভোগীকে সেবা না পেয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে। এছাড়াও অন্যান্য সেবা নিতে আসা উপজেলার বিভিন্ন এলাকার বেশ ক’জন লোকজনকে সেবা না পেয়ে ফেরত যেতে দেখা গেছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!