বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২শ ৫০টি পরিবারকে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সৌদি আরবস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি, বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য, বিশিষ্ট সমাজকর্মী আব্দুল আজিজ মাসুকের অর্থায়নে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের পক্ষ থেকে এসব খাদ্যসামগ্রী প্রদান করা হয়।
বিতরণের প্রথম পর্যায়ে গত শনিবার (০২ এপ্রিল) বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের সুবিধাবঞ্চিত ১শ ৩০টি পরিবারকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। দ্বিতীয় পর্যায়ে রোববার (০৩ এপ্রিল, পহেলা রমজান) অবশিষ্ট পরিবারসমুহের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
এদিকে শনিবার (০২ এপ্রিল) সকালে খাদ্যসামগ্রী বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ইব্রাহিম ফরহাদ, আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের কর্মকর্তা আব্দুল আহাদ, মোরারবাজারের বিশিষ্ট ব্যবসায়ী হারিছ আলী প্রমুখ।