শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে ‘রুকন ডেভেলপমেণ্ট ট্রাস্ট ইউকে’-এর উদ্যোগে আত-তাক্বওয়া বহুমুখী প্রকল্পের বাস্তবায়ন কাজ শুরু



বালাগঞ্জে রুকন ডেভেলপমেণ্ট ট্রাস্ট ইউকে -এর উদ্যোগে উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের মুক্তারপুর (রুকনপুর) এলাকায় নির্মাণ করা হচ্ছে আত-তাক্বওয়া এতিমখানা – হাফিজিয়া ও নূরানী মাদ্রাসা, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং কারিগরি প্রশিক্ষন কেন্দ্র।

জানাগেছে, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী আলী আহমেদ নেছাওরের পারিবারের সদস্যদের নিয়ে গঠিত ‘রুকন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে’-এর অর্থায়নে ১শ ২০ শতক ভূমিতে নির্মিতব্য ওই বহুমূখী প্রতিষ্ঠানসমূহ বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ৫কোটি টাকা।

সরেজমিন পরিদর্শনকালে শুক্রবার (৮ মার্চ) – রুকন ডেভেলপমেন্ট ট্রাস্টের চেয়ারপারসন আলী আহমেদ নেছাওর জানান, মানবকল্যাণের লক্ষ্যে ও উদ্দেশ্য নিয়ে আত-তাক্বওয়া এতিমখানা – হাফিজিয়া ও নূরানী মাদ্রাসা, স্বাস্থ্য সেবার কেন্দ্র এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে স্থাপন করা হচ্ছে। এখানে খেলাধুলার জন্যও প্রয়োজনীয় মাঠসহ দোকানপাঠ অন্যান্য সুবিধা থাকবে। ইতোমধ্যে প্রায় ৪০ লক্ষ টাকার ব্যয়ে প্রকল্পের মাটিভরাট কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছরের অক্টোবরের দিকে ভবন নির্মাণ কাজ শুরু হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!