হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর স্মৃতি বিজড়িত পুণ্যভুমি সিলেট মহানগরী বর্ষায় খুবই বির্যস্ত হয়ে পড়ে। এ অবস্থা চলছে দীর্ঘদিন ধরে। এ বর্ষায় (২০২২) ও তার ব্যতিক্রম হয়নি।
বৈশাখের শেষ সপ্তাহ থেকে ভারী বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নগরীর সর্বস্তরের মানুষের সাথে নানা কারণে অন্যান্য নগরী থেকে আগত মানুষজনও বিড়ম্বনায়। ঐতিহ্যবাহী এ নগরীর জন্য এটা খুবই দুঃখজনক। নগরীর প্রায় রাস্তায় হাটাচলা তো দূরের কথা যানবাহনেও চলাফেরা সম্প্রতি দুষ্কর হয়ে উঠেছে। অনেকের বাসার ভিতরেও পানি প্রবেশ করে বাড়তি বিড়ম্বনার সৃষ্টি করেছে।
এতে স্কুল-কলেজগামী ছেলেমেয়েদের বড় ধরনের অসুবিধাসহ এ নগরীর ব্যবসা-বাণিজ্যের উপরও বিরুপ প্রভাব পড়েছে। সাথে আছে ডায়রিয়া, ম্যালেরিয়া, চর্মপীড়া ও ডেঙ্গুঁসহ নানাবিধ রোগ-ব্যাধির প্রকোপের আশঙ্কা। এ অবস্থার উত্তরণ অতীব জরুরী। এ জন্য প্রয়োজন নগরীর মধ্যে দিয়ে প্রবাহমান ছড়া ও খালের সংষ্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং সর্বোপরি নগরীর পাশ দিয়ে প্রবাহমান সুরমা নদীর যথাযথ পূর্ণ ড্রেজিং বা খনন।
পর্যবেক্ষক ও গবেষকদের ধারণা, সুরমা নদীর নাব্যতা কমে যাওয়ায় উপর থেকে নেমে আসা পাহাড়ি ঢলে একটুতেই নদী ফুলে ওঠে দু’পাড়ে পানি উপচে পড়ে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আমরা নগরীর কৃতি সন্তান মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, নগরীর মেয়র এবং বর্তমান জনকল্যাকামী সরকারের সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি। দ্বিতীয় লণ্ডনখ্যাত আমাদের প্রিয় সিলেটকে আমরা সর্বাবস্থায় সর্বস্তরের মানুষের বসবাসের উপযোগী একটি সুন্দর ও সমৃদ্ধ নগর হিসেবে দেখতে চাই।