সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, চলতি মৌসুমের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি ত্রাণ তৎপরতা এবং চলমান উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, এ দুর্যোগ কাটিয়ে উঠতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব পালনে আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি বৃহস্পতিবার (২৬ মে) সকালে বালাগঞ্জ উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মতবিনিমিয় সভায় উপরোক্ত কথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার।
সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া বিনতে সুলায়মান, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া প্রমুখ। পৃথক অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বন্যার্তদের শুকনো খাবার ও ত্রাণ বিতরণ করেন। এছাড়া ৪জন ভিক্ষুককে ৮টি ছাগল বিতরণ করেন।