এই দাবী পূরণে প্রতিষ্ঠানসমূহের মালিকদের সদিচ্ছাই যথেষ্ট।
তাদের একটি নৈতিক সিদ্ধান্তই বর্তমানের চিত্র বদলে দিতে পারে। বছরে দুটি দিন বন্ধ রেখে কিংবা খোলা রাখার বিকল্প ব্যবস্থা করে মালিকপক্ষ কর্মীদের ঈদের ছুটির ব্যবস্থা করতে পারেন।
যুক্তরাজ্যে_ঈদের_ছুটি_চাই- শ্লোগাণে সাপ্তাহিক পত্রিকা ও ৫২বাংলা টিভি একটি যৌথ সামাজিক আন্দোলন শুরু করেছে। কমিউনিটিতে সামাজিক প্রচারণার অংশ হিসাবে আগামী ২২ জুন বুধবার আলতাব আলী পার্কে এক সমাবেশ এর আয়োজন করা হয়েছে। এই শুভ উদ্যোগ ও প্রচারণায় আন্তরিক অংশগ্রহনের জন্য সকলের প্রতি অনুরোধ করা হয়েছে।
তারিখ ও স্থান: ২২ জুন,বুধবার, আলতাব আলী পার্ক।
সময়: বিকাল ৫:৩০টা।
সাপ্তাহিক পত্রিকা ও ৫২বাংলা’র এই যৌথ সামাজিক আন্দোলন সম্পর্কিত যোগাযোগ : কো-অর্ডিনেটর : ছরওয়ার আহমদ মোবাইল : 07985 418432 , আনোয়ারুল ইসলাম অভি 07904971971 ।
(বিজ্ঞপ্তি)