শনিবার, ২৩ অগাস্ট ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

হাজী মোহাম্মদ ইছকন্দর আলী মানবকল্যাণ ট্রাস্টের বন্যার্তদের নগদ অর্থ বিতরণ



বালাগঞ্জে ‘হাজী মোহাম্মদ ইছকন্দর আলী মানবকল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এবং ট্রাস্টের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী মো. আনছার আহমদের উদ্যোগে নিজগ্রামের পানিবন্ধি মানুষসহ ৪টি আশ্রয়কেন্দ্র এবং অন্যান্য এলাকায় বন্যার্ত লোকদের মধ্যে নগদ ১ লাখ ২৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

এসব অর্থ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের শিওরখাল গ্রামে ৪৮হাজার ৫শ এবং অন্যান্য এলাকায় ৩৬ হাজার, শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্র ৪হাজার টাকা , শিওরখাল খায়রুন্নেছা দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা আশ্রয় কেন্দ্র ১১হাজার, বড়জমাত ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয় ও ছমিরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র ২৫হাজার ৫শ টাকাসহ মোট ১লাখ ২৫হাজার টাকা বিতরণ করা হয়।

রোববার ( ২৬ জুন) পৃথকভাবে এসব অর্থ বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বড়জমাত ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয় ও ছমিরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ি খালেদ আহমদ, সমাজসেবী মো. ছমির আলী, দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের মেম্বার হাজী মুহাম্মদ আলী গুলসের, সাবেক মেম্বার নেছাওর আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এসএম হেলাল, ট্রাস্ট্রি পরিবারের সদস্য আতাউর রহমান আতাউল, যুবনেতা মুহিব উদ্দিন, হেলাল মিয়া প্রমুখ।

অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তারা চলতি বন্যাপরিস্থিতিসহ বিভিন্ন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ট্রাস্টের পরিচালক যুক্তরাজ্য প্রবাসী শিওরখাল গ্রামের সমাজসেবী মো. আনছার আহমদ এবং পরিচালক মো. আনহার মিয়াসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

উল্লেখ্য, নিজ পিতা ‘হাজী মোহাম্মদ ইছকন্দর আলী’র নামে ২০২১ সালে মানব কল্যাণে লক্ষ্যে এই পারিবারিক ট্রাস্ট গঠন করেন ট্রাস্টের পরিচালক মো. আনছার আহমদ এবং পরিচালক মো. আনহার মিয়া।

এরপর থেকেই বিভিন্ন সময়ে স্বল্প আয়ের মানুষের মধ্যে খাদ্য, বস্ত্র, গৃহ মেরামত ও চিকিৎসা সহায়তাসহ জনসেবা মূলক কর্মকান্ড অব্যাহত রয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন