বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক ইউপি সদস্য স্বপন কান্তি দাস সপু ও তার পরিবারের উদ্যোগে পশ্চিম গৌরীপুর ইউনিয়নের বন্যার্ত মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার দিনব্যাপী তিনি খাদ্যসামগ্রী ও রান্না করা খাবার বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন – স্বপন কান্তি দাস সপুর বাবা বাবু তরনী দাস, বিশিষ্ট মুরব্বী বাবু রনিন্দ্র দাস, মো. মুক্তার আলী, পীরের বাজারের ব্যবসায়ী বাবু উপান্দ দাস, বাবুু সুবল দাস, কলমপুর গ্রামের মো. আনহার মিয়া, প্রবাসী বাবু নেপাল দাস, সুমন দাস, দনারাম বাজারে ব্যবসায়ী বাবু প্রদিপ দাস, বাবু রিংকু কান্তি দাস, সাবেক ছাত্রলীগ নেতা সুজিত দাস, বিপ্লব দাস, উপজেলা ছাত্রলীগ নেতা কনক চন্দ, রাহুল দাস, পলাশ দাস, কাজল দাস ও প্রদ্যুত দাস প্রমুখ।
উল্লেখ্য, স্বপন কান্তি দাস সপু দীর্ঘদিন যাবত তার এলাকায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সংশ্লিষ্ট রয়েছেন। এলাকার যেকোন দূর্যোগ-দূর্বিপাকে তিনি এবং তার পরিবার অসহায় লোকজনের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন- এমনটাই জানালেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।