শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে ডা. দুলাল: বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব



বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, বাংলাদেশের মানুষ ততদিন ভালো থাকবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে আপনাদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করতে এসেছি।

ডা. দুলাল বলেন, খাদ্যসামগ্রী আপনাদের দান করতে আসিনি, এগুলো আমাদের কাছে আপনাদের পাওনা। এখন সুযোগ এসেছে আপনাদের সেবা করার। আপনারা আমাদের উপহারটুকু গ্রহণ করে আমাদেরকে কৃতার্থ করবেন। আমি বন্যার শুরু থেকেই দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের বন্যাকবলিত এলাকার লোকজনকে বিভিন্ন ভাবে সেবা প্রদানের চেষ্ঠা চালিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমি সিলেট-৩ আসন সহ দেশের বিভিন্ন এলাকার বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্ঠা করছি। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, বন্যাকবলিত মানুষের জন্য দোয়া করবেন।

বুধবার (৬ জুলাই) সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর কুশিয়ারা ও মাইজগাঁও ইউনিয়নের বন্যার্ত মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মহাসচিব ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে ওষুধসহ চিকিৎসাসেবা প্রদান উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

খাদ্যসামগ্রী বিতরণ ও বিনামূল্যে ওষুধসহ চিকিৎসাসেবা প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, ডা. রেজাউল কবির রাজিব, ডা. এনামুল হক, ডা. শাহনূর ইসলাম জুয়েল, সাংবাদিক শহীদ আহমদ চৌধুরী, শেখ আব্দুল মজিদ, মুক্তিযুদ্ধ মঞ্চ বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক তারেক আহমদ, উত্তর কুশিয়ারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সেকুল ইসলাম, ছাত্রলীগ নেতা ময়নুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!