শনিবার, ৮ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়ির রামগড়ে বাবা হত্যার দায়ে পুত্রের মৃত্যুদণ্ড



খাগড়াছড়িতে পিতা হত্যা মামলার রায়ে পুত্র এরফান আলী (২৯) কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একইসাথে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দণ্ডিত করা হয়।

বুধবার(২০ নভেম্বর) খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ রেজা মোঃ আলমগীর হাসান এই রায় প্রদান করেন।

২০১৪ সালের ২৪ ফেব্রুয়ারী খাগড়াছড়ির রামগড়ের সদু কার্বারী পাড়ার বাগান টিলা এলাকার মাদকাসক্ত ছেলে এরফান আলী মাদক সেবনের টাকা না পেয়ে ঘুমন্ত পিতা জসিম উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এঘটনায় নিহত জসিম উদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম পুত্র এরফান আলীকে আসামি করে রামগড় থানায় হত্যা মামলা দায়ের করেন।

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষ ১০ জনের স্বাক্ষ্য আদালতে উপস্থাপন করেছেন।

ভোরের কাগজ

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!