ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের টেস্ট সিরিজের নামকরণ করা হয়েছে পদ্মা সেতুর নামে। টেস্ট সিরিজের প্রেজেন্টেড স্পন্সর বাংলাদেশি প্রতিষ্ঠান ওয়ালটন। সিরিজের আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিল্ড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন।’ অফিসিয়াল লোগোতেও ঠাঁই পেয়েছে পদ্মা সেতু। ক্রিকেট বলের ঠিক উপরই উন্নয়নের সাহসী প্রতিকৃতি পদ্মা সেতুর ছবি। সূত্র জানিয়েছে, অ্যান্টিগা ও সেন্ট লুসিয়ায় অনুষ্ঠেয় দুই টেস্টের সিরিজের নাম ‘পদ্মা সেতু ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ’ করার আনুষ্ঠানিক সিদ্ধান্তটি বুধবারই হয়েছে। টেস্ট চলাকালে মাঠের পেরিমিটার বোর্ডে থাকবে পদ্মা সেতু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। টেলিভিশনে টেস্ট ম্যাচের মাঝে পদ্মা সেতুর ছবি ও ভিডিও দেখানো হবে।
অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। সাকিব আল হাসান ফের সাদা পোশাকের নেতৃত্বে ফেরায় উজ্জীবিত টাইগাররা। ২০০৯ সালে সাকিবের নেতৃত্বে উইন্ডিজের মাটিতে সিরিজ জিতেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ।