রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
Sex Cams

লণ্ডনে সংবাদ সম্মেলন : বার্মিংহামে তরুছায়া ক্রীড়া মেলা ১১ সেপ্টেম্বর



বিগত ৪ বছরের সাফল্যের ধারাবাহিকতায় আগামী ১১ সেপ্টেম্বর রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বার্মিংহ্যামের ঐতিহাসিক স্মলহিথ পার্কে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ক্রীড়া মেলা ২০২২’। এবারের মেলার প্রধান পৃষ্ঠপোষক ‘তরুছায়া’কে প্রাধান্য দিয়ে নামকরণ করা হয়েছে ‘তরুছায়া পঞ্চম ক্রীড়া মেলা ২০২২’। বৃটিশ-বাংলাদেশী নতুন প্রজন্মকে বাংলাদেশের গ্রামীণ খেলাধুলার সাথে পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে সিআইসি এই ক্রীড়া মেলা আয়োজন করছে । মেলার ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরতে বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে সিআইসি গত ২৯ আগস্ট সোমবার বিকেলে লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন আয়োজন করে। মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক জিয়া উদ্দিন তালুকদার-এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাহিদুর রহমান সুহেল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কমিটির সদস্য ফাহিমা রহিম ও বাহার উদ্দিন।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা কমিটির সদস্য সচিব সাহিদুর রহমান সুহেল । লিখিত বক্তব্যে বলা হয়, ২০১০ সালে প্রতিষ্টিত বাংলাদেশ ক্রীড়া পরিষদ ইউকে সিআইসি “দেহ-মনের সুস্হতা ক্রীড়া”শ্লোগানকে ধারন সহ দেশ -বিদেশে প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজ করে যাচ্ছে । শুরু থেকে সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামকে আন্তর্জাতিক করনে সবচেয়ে বেশী ভুমিকা রাখে।মুলত আমাদের আন্দোলন সহ নানান কার্যক্রমে সফলতা । এ সফলতায় ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটি, সাংবাদিক, গণমাধ্যমের অবদান সফলতার অগ্রভাগে থাকবে আজীবন।বর্তমানে ওই স্টেডিয়ামে একটি গ্যালারীর নাম “প্রবাসী গ্যালারী” নাম করনের আমাদের আন্দোলন চলমান। এ আন্দোলনেও আপনাদের সহযোগিতা চাই । অতীতে বার্মিংহামে একসাথে নয়টি শহরের পারস্পরিক বন্দুত্বের সেতু বন্ধনে টুর্ণামেন্ট,বার্মিংহাম সংবাদকর্মী বনান লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল ম্যাচ আয়োজন সহ দেশের ক্রীড়া এবং গৌরবের অর্জনে আনন্দ সভা করে থাকে।

ক্রীড়া মেলার মূল উদ্দেশ্য হচ্ছে, বাংলাদেশের ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকান্ডের বিলুপ্ত ও বিলুপ্ত-প্রায় ঐতিহ্যের অনেক খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডের পুনঃ প্রচলন ও সেসবের প্রতি আগ্রহ জাগরণ। যে কোনো বয়সের যে কেউ নিজেদের পছন্দমত এক বা একাধিক খেলায় অংশ গ্রহণ করার সুযোগ রয়েছে। খেলাগুলোর মধ্যে রয়েছে: কাবাডি, কানামাছি, মোরগের লড়াই, বিস্কুট দৌড়, সুই-সুতা দৌড়, হাড়ি ভাঙ্গা, চেয়ার দৌড়, দৌড়, বালিশ দৌড়, মার্বেল দৌড়, লুডু, দড়ি লাফ, প্রভৃতি। সবগুলো খেলাতেই কোনও ধরণের এন্ট্রি ফি ছাড়া অংশগ্রহণের সুযোগ রয়েছে ।খাবারের স্টল সহ নানান রকমের স্টল থাকার পাশাপাশি শিশুদের জন্য বাউন্সি ক্যাসল, রাইড সহ সফট প্লে খেলার সুযোগ থাকবে । তাছাড়া খেলার ফাকে ফাকে ব্রিটেনের শিল্পীদের গান পরিবেশন সহ শৈশবের ছড়া এবং কবিতা পাঠ করার সুযোগ থাকবে । প্রতিটি খেলায় বিজয়ীদের জন্য থাকবে আকর্ষনীয় পুরস্কার । স্টল বূকিং সহ যেকোন তথ্যের জন্য ০৭৯৮৫ ২৫৬ ৩৯৫ নাম্বারে যোগাযোগ করা যাবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!