বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর বলেছেন, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী রাখতে তাদের উপযুক্ত খাদ্যাভাস বজায় রাখতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের যত্মশীল থাকতে হবে। তিনি বলেন, একজন মা শুধু শিক্ষিত জাতি নয়, স্বাস্থ্যবান, কর্মক্ষম জাতি গঠনেও সহায়ক ভূমিকা রাখতে পারেন।
তিনি মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার। সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম।
শিক্ষক হাজেরা খাতুনের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রকীব ভূইয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেসমিন বেগম, শিক্ষক অভিভাবক সমিতির সভাপতি ফারুক আহমদ, নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আব্দুল শাহাদত রুকন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ।
সমাবেশে ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬জনকে ক্রেস্ট এবং ২য় শ্রেণির শিক্ষার্থী মিথিলা ফারহানার মাতা নার্গিস খাতুনকে শ্রেষ্ঠ মা সম্মাননা প্রদান করা হয়। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক খালেদা সুলতানা, নিবেদিতা ধর মুন্না, ফুজেল আহমেদ, লাভলী বেগম। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শেখ মোস্তাকিম আহমদ সায়েম।