শুক্রবার, ১৩ জুন ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

কর্মীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজা তৃতীয় চার্লস



জীবনযাত্রায় সঙ্কট কাটাতে কর্মীদের ৬০০ পাউন্ড করে বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। দ্য সান পত্রিকার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, পরিচ্ছন্নতাকর্মীসহ অন্য কর্মীদের চলতি মাসের বেতনের সঙ্গে বাড়তি এই অর্থ প্রদান করা হবে।

বিপুল পরিমাণ অর্থের একটি অংশ রাজার ব্যক্তিগত আয় থেকে আসবে। ৩০ হাজার পাউন্ডের কম উপার্জনকারী কর্মীরা ৬০০ পাউন্ড একবার পাবেন। এর বেশি উপার্জনকারী কর্মীরা বাড়তি এই অর্থ কম পরিমাণে পাবেন।

এ ব্যাপারে বাকিংহাম প্যালেস থেকে মন্তব্য করা হয়নি। বিবিসি জানতে পেরেছে, পরিচ্ছন্নতাকর্মী ছাড়াও অন্য কর্মীরা একটি করে বোনাস পাবেন।

যাদের মাসিক আয় ৩০ হাজার থেকে ৪০ হাজার পাউন্ড, তারা একবার ৪০০ পাউন্ড করে বোনাস পাবেন। আর যাদের বেতন ৪০ হাজার থেকে ৪৫ হাজার পাউন্ডের মধ্যে, তারা পাবেন ৩৫০ পাউন্ডের বোনাস।

একটি সূত্রের বরাত দিয়ে দ্য সান বলেছে, যারা রাজপরিবারের জন্য কাজ করছেন, তাদের জীবনযাত্রার সঙ্কট মোকাবেলায় সহায়তা করার জন্য রাজা তার নিজের পকেট থেকে অর্থ প্রদান করছেন।

সূত্র: বিবিসি

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!