আরব আমিরাতে সফর আলী (৪৭) নামে বালাগঞ্জের এক প্রবাসীর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। গত সোমবার (২১ নভেম্বর) বিকালে স্থানীয় সময় শারজাহ শহরের একটি হাসপাতালে চিকিৎসাধিন অবস্থার তার মৃত্যু হয়েছে। তার গ্রামের বাড়ি উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওরপুর গ্রামে। সফর আলী এক কন্যা সন্তানের জনক।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে গত ৯নভেম্বর সফর আলী আকস্মিকভাবে ব্রেণস্ট্রোক করলে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন হাসপাতালের আইসিইউতে থাকার পর অবস্থার কিছুটা উন্নতি হলে কেবিনে স্থানান্তর করা হয়। এই অবস্থায় সোমবার স্থানীয় সময় বিকালে তার মৃত্যু হয়েছে চাচাতো ভাই কয়ছর আহমদ জানিয়েছেন। সফর আলী মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা, এক ভাই ও এক বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মৃতদেহ দেশে আনার ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে।