শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের মাদ্রাসাবাজারে সিটি ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত



বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মাদ্রাসাবাজারে দি সিটি ব্যাংক লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩য় বছরে পদার্পণ উপলক্ষে বুধবার (৩০ নভেম্বর) আউটলেটের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় হাজী আব্দুর রশীদ মার্কেটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্যাংকের এজেণ্ট ব্যাংকিং শাখার বিভাগীয় প্রধান (সিলেট ও সুনামগঞ্জ) মীর আবু সায়েম। সভাপতিত্ব করেন এজেন্ট ব্যাংকিং শাখার পরিচালক ডা. মো. রাসেল মিয়া।

সাবেক ছাত্রনেতা ফাহাদুল ইসলাম উজ্জলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন সিটি ব্যাংক এজেণ্ট ব্যাংকিং বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক সুধেন্দু রঞ্জন দত্ত, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য মো. তারা মিয়া, প্রবীণ মুরুব্বি হাজী আব্দুর রশিদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, প্রবাসী মসরুর আহমদ মোস্তাক, গ্রাহক এইচ এস.এম জুনেদ, মতিন মিয়া, তজমুল আলী, আউটলেট কর্মকর্তা মো. জুবেল আহমদ, নাঈমা বেগম, মারজানা আক্তার প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!