হযরত শাহ্ জামাল (রহ.) দারুস সুন্নাহ নুরীয়া ইসলামিয়া মাদ্রাসা জামালপুর বালাগঞ্জ সিলেট এর ৩১ তম বার্ষিক ওয়াজ ও দুয়া মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার ( ২৬ ডিসেম্বর) দুপুর থেকে পরদিন ফজর পর্যম্ত অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন – সিলেটের বারুতখানা মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা আব্দুল মতিন ধনপুরী ও শাহ জামাল (রহ.) দারুস সুন্নাহ নুরীয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ফজলুর রহমান।
মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বয়ান পেশ করেন- মাওলানা ফজলুর রহমান খান বানিয়াচং, মাওলানা মেরাজুল হক ঢাকা, মাওলানা মুফতি মুশাহিদ কাসেমী শায়খুল হাদিস কর্মধা মাদ্রাসা, মাওলানা মুফতি মঞ্জুর রশীদ আমিনী মুহাদ্দিস কাতিয়া মাদ্রাসা, মাওলানা মুফতি আব্দুল্লাহ প্রধান মুফতি গহরপুর জামিয়া, মাওলানা মুফতি জাকারিয়া জাবের মুহাদ্দিস কাজীটুলা মাদ্রাসা সিলেট, মাওলানা রেজওয়ানুল হক চৌধুরী মহাপরিচালক হযরত শাহ সুলতান (রহ.) মাদ্রাসা সুলতানপুর, মাওলানা মুফতি ছালেহ আহমদ মক্কী শিক্ষক গহরপুর জামিয়া, মাওলানা ইয়াসিন কবির ঢাকা।
হযরত শাহ জামাল (রহ.) দারুস সুন্নাহ নুরীয়া ইসলামিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা ফয়জুর রহমান এর পরিচালনায়- মাহফিলে দেশবিদেশ বসবাসরত দীনদরদি দাতাদের প্রেরিত অর্থসহ নামের তালিকা পাঠ করে কৃজ্ঞতা জানিয়ে বক্তৃতা করেন- মাহফিল বাস্তবায়ন কমিটির আহবায়ক মুহাম্মাদ এমরানুর রহমান ইমরান।
সর্বশেষে জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুরের মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান (কলুমার হুজুর)-এর দেশ ও জাতির কল্যাণের জন্য বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে ওয়াজ ও দুয়া মাহফিলের পরিসমাপ্তি হয়।